আজকে আপনাদের সামনে আলোচনা করবো ফ্রিল্যান্স আর্টিকেল রাইটিং যেভাবে বদলে দিতে পারে আপনার ক্যারিয়ার। বর্তমানে বাংলাদেশে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জোয়ার চলছে। তার জন্য অবশ্যই একটা ভালো নিস প্রোডাক্ট ও ওয়েবসাইট লাগবে। সেই ওয়েব সাইটে অবশ্যই মানসম্মত ও কোয়ালিটি কনটেন্ট থাকতে হবে। কারণ আমরা জানি Content is KING.
যদিও বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেটপ্লেস থেকে আর্টিকেল লিখিয়ে নেয়া যায়। কিন্তু সবাই চাইলেই iWriter, WritersWeekly, Reverb Press, Fiverr, PeoplePerHour, Upwork এর মতো সাইট থেকে লিখিয়ে নিতে পারে না। কারণ সেখানে পেমেন্ট করাসহ আরো কিছু বিষয় থাকে, যেটা সবার পক্ষে মেন্টেইন করা সম্ভব হয় না। আবার সবাই নিজের সাইটের জন্য ভালো কনটেন্ট বা আর্টিকেল লিখতে পারে না। এটা একটা বড় ধরণের প্রবলেম। ফলে অনেকেই ভালো রাইটার খুজে বেড়ায়।
আর আমরা এটাও জানি Problem = Opportunity. অর্থাৎ, আপনি যদি ভালো আর্টিকেল লিখতে পারেন বা শিখে নেন, তাহলেই আপনি এই বিশাল একটা মার্কেট ধরতে পারবেন। সময়ের চাহিদা অনুযায়ী সবার এই Problem টাই আপনি আপনার Opportunity হিসেবে নিতে পারেন।
যদি আস্তে আস্তে অনেক বেশি কাজ পেতে থাকেন, তখন আপনি চাইলে আরো কিছু এমপ্লয়ী নিয়োগ দিতে পারেন। বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বা কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়োগ দিতে পারেন। যারা পড়াশুনার পাশাপাশি পার্টটাইম হিসেবে এগুলো করে দিবে বাসায় বসেই। সেক্ষেত্রে আপনার কোন অফিস ভাড়া, বিদ্যুৎ খরচ, ইন্টারনেট বিল বা অন্যান্য কোন খরচ ছাড়াই আপনি শুরু করতে পারেন।
প্রয়োজনে তাদেরকে বাছাই করার সময় ৮-১০ দিনের একটা ট্রেইনিং দিয়ে নিতে পারেন। সেখানে কোন কোন টুলস (যেমন CopyScape, Grammarly, Ginger etc) সে ব্যাবহার করবে, কীভাবে লিখবে ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর ট্রেইনআপ করে নিতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন, আপনাকে অবশ্যই একটা সিস্টেমে চলতে হবে এবং কোয়ালিটি এনসিউর করতে হবে। যদি করতে পারেন, তাহলে দেখবেন কাজের কোন অভাবই হচ্ছে না।
আজ আর এই বিষয়ে কিছু লিখলাম না। দেখি, সামনে এটা নিয়ে সিরিজ আকারে স্টেপ বাই স্টেপ কিছু লিখতে পারি কিনা।
How we would be a good writer.
Have you made any training for that?
Thanks.